Menu
ঢাকা : আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৭১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যায় ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।
সিদামার আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় সিদামা রাজ্যে একটি ট্রাক যাত্রী বোঝাই অবস্থায় নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে। এই ঘটনায় ৭১ জন মারা যান এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সিদামা পুলিশ কমিশনের ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডাইরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘এ পর্যন্ত ৬৮ জন পুরুষ এবং ৩ জন নারী মারা গেছেন।’
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট ছবিতে দেখা গেছে, অনেক মানুষ একটি গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। এ সময় দেখা গেছে, ট্রাকটির একটি অংশ পানির নিচে ডুবে গেছে। অনেকে ট্রাকটিকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করছেন।
সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনেলেহ সিমিয়ন বলেন, ট্রাকটি একটি সেতু অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হয়ে নদীতে পড়ে যায়। ওই সড়কে অনেকগুলো বাঁক রয়েছে। ট্রাকটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ হয়েছে। তবে তিনি বা স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন যাত্রী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT