• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০
দ্য সানের প্রতিবেদন

হঠাৎ কাশি-শ্বাসকষ্ট, আসাদকে কি বিষপ্রয়োগ করা হয়েছে?


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩, ২০২৫, ০৬:২২ পিএম
হঠাৎ কাশি-শ্বাসকষ্ট, আসাদকে কি বিষপ্রয়োগ করা হয়েছে?

ঢাকা : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার মস্কোতে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তবে চাঞ্চল্যকর প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত রবিবার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আসাদ। গত ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন তিনি। সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, ক্ষমতাচ্যুত আসাদ হঠাৎই কাশতে শুরু করেন এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই তার অ্যাপার্টমেন্টেই চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জেনারেল এসভিআর আরও জানিয়েছে, এটি শুধু স্বাস্থ্যগত বিপর্যয় নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসাদের কাছে ডিভোর্স চেয়েছেন তার স্ত্রী আসমা। পরে বিষয়টি নাকচ করে ক্রেমলিন। সে সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে জানান, গণমাধ্যমে আসা আসাদপত্নীর দাবি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

এমটিআই

Wordbridge School
Link copied!