ঢাকা : ২০২৪ সালে সৌদি আরবে বিভিন্ন দুর্নীতিতে জড়িত সন্দেহে এক হাজার ৭০৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (নাজাহা)। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন স্তরের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন। তাদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৪ জানুয়ারি) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, এক বছরে ৩৭ হাজার ১২৪টি অভিযান চালিয়েছে নাজাহা। এছাড়া চার হাজারের বেশি অভিযোগ তদন্ত করেছে সংস্থাটি। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুর্নীতি রোধে বিশেষ জোর দিয়েছেন। সর্বশেষ একটি ভাষণে তিনি বলেন, যেই দুর্নীতিতে জড়িত হোক না কেন, যথেষ্ট প্রমাণ থাকলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এই তালিকায় প্রিন্স, মন্ত্রী কেউ ছাড় পাবে না।
গত কয়েক বছরে নাজাহা কয়েক হাজার অভিযান চালিয়েছে। এর ফলে দুর্নীতিবিরোধী প্রচারণায় সৌদি আরবের অঙ্গীকার আরও সুসংহত হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি।
এমটিআই