• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, সফরে পাঠাচ্ছেন ছেলেকে!


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৭, ২০২৫, ০৭:২৬ পিএম
গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, সফরে পাঠাচ্ছেন ছেলেকে!

ঢাকা : সপ্তাহ দুই আগে আরও একবার গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত সফরে যাচ্ছেন গ্রিনল্যান্ডে। 

ট্রাম্প জুনিয়রের এ সফর অবশ্য ব্যক্তিগত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বড় ছেলে জন ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করবেন। তবে তিনি তার সফরের কোনো সময় উল্লেখ করেননি। কোপেনহেগেন থেকে এএফপির খবরে এ কথা জানানো হয়।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সাইটের এক পোস্টে বলেছেন, জন এবং অন্যান্য প্রতিনিধিরা গ্রিনল্যান্ডের বিস্ময়কর সব স্থান অবলোকন করতে যাচ্ছেন।  গ্রিনল্যান্ড একটা অসাধারণ জায়গা। এই স্থান যখন আমাদের হবে তখন মানুষ ভীষণভাবে লাভবান হবে। আমরা  গ্রিনল্যান্ড রক্ষা করব, যত্ন করব এবং বিশ্বের ভয়াবহ দূষণ থেকে গ্রিনল্যান্ডকে পুনরায় সুন্দর করে গড়ে তুলব।

এর আগে, গত ডিসেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমরা বিক্রির জন্য নই।’

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে তার পরিবার ও দল গ্রিনল্যান্ডের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করায় বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!