• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১১, ২০২৫, ০৯:৩৪ এএম
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ঢাকা: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে পুরস্কারের অর্থ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জানুয়ারি) ২৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর, বিবিসির।

অপরদিকে, টানা ছয় মাস ধরে নির্বাচন পরবর্তী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে আন্তর্জাতিক আহ্বান সেইসাথে তাকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা মাদুরো। দেশটির রাষ্ট্রপতি পদের মেয়াদ ছয় বছর।

যুক্তরাষ্ট্র এমন সময় এই নিষেধাজ্ঞা জারি করলো যখন একই পদক্ষেপ গ্রহণ করে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন।

ভেনেজুয়েলায় গত বছরের জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও, গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ করেছে পশ্চিমারা। তাই নতুন করে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকে গ্রেফতারেও ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ও ৮ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।

দেশটির জ্বালানি খাতে নতুন অবরোধের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইদিন ভেনেজুয়েলার ১৫ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

মাদুরো ও তার সহযোগীরা সব সময়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের নিষেধাজ্ঞাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে, এগুলো হচ্ছে অবৈধ পদক্ষেপ যা ভেনেজুয়েলাকে পঙ্গু করতে এক ধরণের ‘অর্থনৈতিক যুদ্ধ’।

উল্লেখ্য, দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ও শীর্ষ আদালত দাবি করেছে যে মাদুরো সবশেষ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। তবে নির্বাচনের বিস্তারিত ফলাফল এখনও প্রকাশ করেনি তারা।

এম

Wordbridge School
Link copied!