• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০
লাউরি ম্যাগনাস

লন্ডনের ফ্ল্যাটের উৎস সম্পর্কে জানতেন না টিউলিপ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৫, ২০২৫, ১২:৩৩ পিএম
লন্ডনের ফ্ল্যাটের উৎস সম্পর্কে জানতেন না টিউলিপ

ঢাকা : একের পর এক অভিযোগের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। লন্ডনের কিংস ক্রস এলাকায় যে ফ্ল্যাটের মালিকানার কারণে এতো অভিযোগের মুখে পড়েছেন তিনি, সেটির উৎস সম্পর্কে জানতেনই না টিউলিপ।

সম্প্রতি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠে যে, লন্ডনে আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার পেয়েছিলেন তিনি। একসময় এই ফ্ল্যাটে বসবাসও করতেন তিনি।

কিংস ক্রস এলাকার ফ্ল্যাট ইস্যুতে টিউলিপ কোনো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন কী না— তা তদন্তের জন্য যুক্তরাজ্যের মন্ত্রিত্বের মানদণ্ডবিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে দায়িত্ব দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

সেই তদন্ত শেষে তার ফলাফল জানিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন ম্যাগনাস। খবর বিবিসি।

চিঠিতে লাউরি ম্যাগনাস জানিয়েছেন, তৎকালীন উপহার সম্পর্কিত একটি ভূমি রেজিস্ট্রি হস্তান্তর ফর্মে স্বাক্ষর করা সত্ত্বেও টিউলিপ সিদ্দিকি কিংস ক্রসে তাঁর ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে অবগত ছিলেন না। সাবেক অর্থমন্ত্রীর ধারণা ছিল যে, তাঁর বাবা-মা পূর্ববর্তী মালিকের কাছ থেকে ফ্ল্যাটটি কিনে তাঁকে দিয়েছিলেন।

চিঠিতে ম্যাগনাস আরও বলেন, “টিউলিপ সিদ্দিক আমাদের কাছে স্বীকার করেছেন যে কিংস ক্রস এলাকায় তার ফ্ল্যাটটি কোন উৎস থেকে এসেছে, তা জানতেন না তিনি। এতদিন টিউলিপ সিদ্দিকের ধারণা ছিল, তার বাবা-মা পূর্ববর্তী মালিকের কাছ থেকে ফ্ল্যাটি ক্রয় করে তাকে দিয়েছেন। তিনি আরও স্বীকার করেছেন যে এই ২০২২ সালে সম্পদের যে বিবরণী দিয়েছিলেন তিনি, সেখানে ফ্ল্যাটটির মালিকানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছিল এবং এজন্যও দায়ী সেটির উৎস সম্পর্কিত অজ্ঞতা।”

লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাটটির বর্তমান মূল্য ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা)। যুক্তরাজ্যের গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে যে, ২ বেডরুমের ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে আবদুল মোতালিফ নামের এক বাংলাদেশি ডেভেলপার উপহার দিয়েছিলেন। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল ডেটার তথ্য অনুযায়ী, কিংস ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। এরপর তার অন্য ভাই-বোনরা ছিলেন আরও বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে সেখান থেকে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন হচ্ছে তার।

এমটিআই

Wordbridge School
Link copied!