• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

১ লাখ হাঁস মেরে ফেলার সিদ্ধান্ত নিল নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ


নিউ ইয়র্ক প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২৫, ০১:৩০ পিএম
১ লাখ হাঁস মেরে ফেলার সিদ্ধান্ত নিল নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ

ঢাকা : নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি বাণিজ্যিক পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় ১ লাখেও বেশি হাঁস মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ। গত ১৭ জানুয়ারি আকুয়েবোগের ক্রিসেন্ট ডাক ফার্মের মালিকের ফার্মে বার্ড ফ্লু শনাক্ত করেন সাফোক কাউন্টি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, ফার্মটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৬৬ মাইল পশ্চিমে অবস্থিত। গত সপ্তাহে ওই ফার্মের হাঁসের ঝাঁক অসুস্থ হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে পরীক্ষার মাধ্যমে ফার্মটিতে বার্ড ফ্লু শনাক্ত করেন। এরপর ১ লাখেরও বেশি হাঁস নিধনের প্রক্রিয়া শুরু করতে বাধ্য করা হয়েছে। এই প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহের কিছু বেশি সময় লাগবে।

সাফোক কাউন্টির স্বাস্থ্য কমিশনার ড. গ্রেগসন পিগট বলেন, ‘দুঃখজনকভাবে এমন পরিস্থিতিতে যেখানে একটি ঝাঁক সংক্রমিত হয়েছে। এখন পুরো ঝাঁক নিধন করা ছাড়া আর কোনো উপায় নেই।’

স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবার পর্যন্ত কোনো ফার্ম কর্মীর অসুস্থতার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা সংস্পর্শে আসা কর্মীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছেন এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের পরীক্ষা ও প্রতিরোধমূলক ওষুধ প্রদান দেন।

ড. পিগট জানিয়েছেন, ওষুধগুলোর মধ্যে রয়েছে ট্যামিফ্লু এবং ট্যামিভির।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ফার্মের মালিককে প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন সঠিকভাবে হাতে ধোঁয়া এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে শিক্ষাও দেওয়া হচ্ছে।

পিগট বলেন, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি খুবই কম কারণ এই ভাইরাস বর্তমানে মানুষের মধ্যে সংক্রমিত হয় না। সম্পূর্ণ তদন্ত চলছে কারণ সংক্রমিত পাখি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা কর্মীদের মধ্যে এইচ৫এন১ বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাবনা রয়েছে।’

এমটিআই

Wordbridge School
Link copied!