Menu
ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে আমেরিকান এয়ালাইন্সের উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত অবস্থায় কাউকে খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিস।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, পানিতে তিন পৃথক অবস্থানে ধসে পড়া উড়োজাহাজ-হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও অন্যান্য কাঠামো পড়ে আছে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।
স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। খবর বিবিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের ‘অবিশ্বাস্য’ কর্মতৎপরতার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তী সময়ে তা বিস্তারিতভাবে জানাবেন তিনি।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি।
বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টরটিতে তিন সেনাসদস্য ছিলেন।
সিবিএসের প্রতিবেদনে জানা যায়, বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ সিরিজের উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে।
এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT