• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

টিকটকে আসক্ত মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩১, ২০২৫, ০৬:২০ পিএম
টিকটকে আসক্ত মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

ঢাকা : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক আসক্তির কারণে মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়।

বিবিসি জানায়, পরিবার নিয়ে প্রায় ২৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন বাবা আনোয়ারুল হক। কিন্তু সম্প্রতি টিকটকে মেয়ের কার্যকলাপ ‘আপত্তিকর’ মনে হয় তার কাছে। এরপর তারা পাকিস্তানে ফিরে আসেন।

জিজ্ঞাবাদে হত্যায় অভিযুক্ত বাবা জানান, গুলি তিনি করেননি। অন্য কেউ করেছে।

পুলিশের সন্দেহ, হত্যাকাণ্ডটি ‘অনার কিলিং’ হতে পারে। সাম্প্রতিক বছরে পাকিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে গেছে। ‘অনার কিলিং’ হলো এক ধরনের হত্যাকাণ্ড যা আত্মীয় স্বজনরা করে থাকেন। তারা যুক্তি দেন, পরিবারের সম্মান বাঁচাতেই এ হত্যা করেছেন।

তদন্ত কর্মকর্তারা জানান, মেয়েটির মোবাইল ফোন তারা হাতে পেয়েছেন। তবে সেটি লক করা। হত্যার সাথে জড়িতের অভিযোগে মেয়ের মামাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!