• ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

কেরালায় রাতভর অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার 


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:০২ পিএম
কেরালায় রাতভর অভিযানে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার 

ঢাকা : ভারতের কেরালায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে রাজ্যটি থেকে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। এই প্রথম রাজ্যে একসঙ্গে এতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হল।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজ্যের বন্দরশহর কোচিতে রাতভর অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড।

কেরালার এরনাকুলাম জেলা প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, ‘অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানতে পেরেছি— তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।’

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘২৭ জনের মধ্যে অনেকের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে। দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেনি।’

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গ্রেপ্তার ভুয়া আধার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক সেজে এসেছিল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ভুয়া আধার কার্ড পাওয়ার অভিযোগে ২০ বছর বয়সী রুবিনা ও ২৩ বছর বয়সী কুলসুম আক্তার নামে দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তারের পর এ অভিযান শুরু হয়। 

জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে প্রায় এক বছর কেরালায় বসবাস করছিলেন তারা। পশ্চিমবঙ্গের এক এজেন্টের মাধ্যমে ভুয়া আধার কার্ড পেয়েছেন তারা। কারা তাদের কেরালায় যেতে সাহায্য করেছে দেশটির পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এমটিআই

Wordbridge School
Link copied!