• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০
দেশব্যাপী দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়

এক ‘বানরের কারণে’ অন্ধকারে পুরো শ্রীলঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:৩৪ পিএম
এক ‘বানরের কারণে’ অন্ধকারে পুরো শ্রীলঙ্কা

ঢাকা: শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ। দেশটির জ্বালানি মন্ত্রী এ ঘটনার জন্য এক বানরকে দায়ী করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয় একটি বানর। এতে পুরো দেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়।

শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি সাংবাদিকদের বলেন, “একটি বানর আমাদের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরবে।”

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য কলম্বোর দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী করা হয়েছে। ২ কোটি ২০ লাখ মানুষের এই দ্বীপ দেশটিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু করা হচ্ছে।

ইউআর

Wordbridge School
Link copied!