Menu
ঢাকা : লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি গণকবর থেকে অন্তত ২৮ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।
রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির অ্যাটর্নি জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।
ফেসবুকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কুফরা শহরের উত্তরে একটি এলাকায় অভিযান চালিয়ে আটক ও নির্যাতনের শিকার ৭৬ অভিবাসীকে উদ্ধারের পর এ গণকবরের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় একজন লিবিয়ান ও দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কুফরার উত্তরে একই শহরের একটি খামারে ১৯টি লাশসহ গণকবর পাওয়ার কয়েকদিন পর এসব লাশ উদ্ধার করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘একটি চক্র অবৈধ অভিবাসীদের নির্যাতন ও অমানবিক আচরণ করেছিল।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বরাতে বিবিসি জানিয়েছে, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কালো ব্যাগে লাশ রাখার আগে বালির মধ্যে খুঁড়ছেন। তবে বিবিসি ছবিটির সত্যতা যাচাই করেনি।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে এক হাজার ৭০০ কিলোমিটারের বেশি দূরের কুফরায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তদন্তকারীরা চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন। কর্তৃপক্ষ বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য নথিভুক্ত করছে।
২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপজ্জনক মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
ইউনিসেফ জানিয়েছে, ২০২৪ সালে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে ভূমধ্যসাগরে মারা যাওয়া বা নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT