• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে বেশির ভাগ ভারতীয়


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:০৯ পিএম
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে বেশির ভাগ ভারতীয়

ফাইল ছবি

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক। দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।

সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই।

গত শনিবার ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ–ইস্ট’ শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী?

জরিপে অংশ নেওয়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর গোটা ভারতের মতামত জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতারও একই মত।

‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।

এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর–পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার নজিরবিহীর অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সময়ে জানিয়েছে, তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে রয়েছেন। তবে ভারত সরকার তার অবস্থানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। এ ছাড়া সেখানে থেকে প্রায়ই তিনি বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে।

এসআই
 

Wordbridge School
Link copied!