Menu
ঢাকা : সৌদি আরবে রমজান কবে শুরু হবে জানতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা হবে। মক্কা সময় সন্ধ্যা ৬টায় চাঁদ অনুসন্ধানের প্রস্তুতি নেওয়া হয়েছে, যা বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে।
দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদিতে চাঁদ দেখা যেতে পারে। তাই দেশটিতে ১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, এ বছর রমজান ২৯ দিনের হবে, ফলে ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদির সুপ্রিম কোর্ট।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। তাই এবার বাংলাদেশে ২ মার্চ প্রথম রমজান পালিত হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এ বছরের রমজান বসন্তকালে পড়বে, ফলে তুলনামূলক ঠান্ডা আবহাওয়া থাকবে। সৌদি আরব, আমিরাত, কুয়েত, মিসর ও কাতারে প্রতিদিন ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT