• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

হিলারি, কমলার নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২২, ২০২৫, ০৩:৩৮ পিএম
হিলারি, কমলার নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করলেন ট্রাম্প

ঢাকা : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিড্ন্টে কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক মেমোতে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে সিএনএন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়া ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে হারিয়েছিলেন, আর গত বছরের নির্বাচনে কমলা হ্যারিস তার কাছে পরাজিত হয়।

এসব ব্যক্তিদের গোপনীয় তথ্যে প্রবেশাধিকার কোনোভাবেই যে আর জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়, তা আমি নিশ্চিত, বলেছেন ট্রাম্প। তার এ তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের নামও আছে।

প্রেসিডেন্টের এ নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ওয়াশিংটনে এখন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ যে তুঙ্গে এবং ট্রাম্প যে তার বিরুদ্ধাচরণকারীদের একহাত নিতে মোটেই পিছপা হচ্ছেন না তা স্পষ্ট।

সপ্তাহান্তে ট্রাম্প তার নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব অবকাশযাপন কেন্দ্রে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর হিলারি, কমলাসহ কয়েকজনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেওয়ার মেমো ইস্যু করা হয়।

আর যাদের ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে, তাদের মধ্যে আছে সাবেক রিপাবলিকান নেতা লিজ চেনি, বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভ্যান, ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদে থাকা রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল, সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিনগার, জাতীয় নিরাপত্তা বিষয়ক আইনজীবী মার্ক জাইদ।

ট্রাম্প এর আগে তার পূর্বসূরী জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্রও বাতিল করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত কিছু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পান, যে কারণে তাদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়। এটা সাধারণ রীতি, অনেক দিন ধরে চলে আসছে।

কিন্তু ২০২১ সালে ক্ষমতায় বসে বাইডেন সেসময় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে ট্রাম্প ওই ঘটনার প্রতিশোধ নেন।

এমটিআই

Wordbridge School
Link copied!