Menu
ঢাকা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এর ফলে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে।
গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রবিবার গাজার বিভিন্ন হাসপাতালে ৫৩ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩০৫ জন আহত হয়েছেন। সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এতে প্রায় দুই মাস তুলনামূলক শান্তি বজায় ছিল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল নতুন করে বিমান হামলা শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২৪০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা কার্যত জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলার ফলে প্রতিদিন বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে। মানবিক সংকট ক্রমশ গভীর হচ্ছে, যা গোটা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT