Menu
ঢাকা : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হলেও, এবারের ঈদুল ফিতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো শুভেচ্ছা বার্তা জানাননি। ঐতিহ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। তবে এবার সে রীতি ভঙ্গ হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।
রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) শবে কদর উপলক্ষে হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। বিলাসবহুল এই আয়োজনে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘রমজান মুবারক’। এছাড়া তিনি উল্লেখ করেন, ‘নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন আমি প্রেসিডেন্ট আছি, ততদিন আপনাদের পাশে থাকব।’
এই ইফতার অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন। তবে এবারের ঈদুল ফিতরে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা না পাঠানো ট্রাম্প প্রশাসনের নীতির একটি ব্যতিক্রমী দিক হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, ট্রাম্প তার প্রথম মেয়াদে ২৩ মে ২০২০ সালে প্রথমবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। সে বছর যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হয় ২৪ মে। তার আগের দিন ট্রাম্প এক বিবৃতিতে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।
সেই সময় তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করছেন। আমরা আশা করি তারা প্রার্থনা ও ভক্তির মাধ্যমে সান্ত্বনা ও শক্তি লাভ করবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন এই কঠিন সময়ে দিকনির্দেশনার জন্য আমাদের বিশ্বাস, পরিবার ও বন্ধুদের ওপর নির্ভর করেছি।’
ঈদুল ফিতর এক মাসব্যাপী রমজানের শেষে পালিত হয়, যেখানে মুসলিমরা সারা দিন রোজা রেখে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা পালন করেন। ট্রাম্প তার আগের শুভেচ্ছা বার্তায় বলেছিলেন, ‘এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, আমরা অনুভব করছি যে ধর্ম আমাদের জীবনে শান্তি, অনুপ্রেরণা এবং ঐক্যের বন্ধন তৈরি করে।’
তবে এবারের ঈদে শুভেচ্ছা না জানানোয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT