• ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইন লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১, ২০২৫, ০৯:৫৭ পিএম
মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইন লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা : মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের একটি গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬৩ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) দেশটির রাজধানী কুয়ালালামপুরের সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও সিএনবিসির।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে গুরুতর ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

এদিকে পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ‘পেট্রোনাস’। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের ফলে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!