• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

গাজায় মৃত্যু ছাপিয়ে চলছে ধ্বংসের রাজনীতি


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৪, ২০২৫, ১১:৫২ এএম
গাজায় মৃত্যু ছাপিয়ে চলছে ধ্বংসের রাজনীতি

ঢাকা : অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ১৩৮ জন। এতে গত বছরের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫২৩ জনে। গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গত ১৮ মার্চ থেকে গাজায় ফের নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। এর পর থেকে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আরও ১ হাজার ১৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ হাজার ৭০০-এর বেশি।  

চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর প্রায় দুই মাস সহিংসতা কিছুটা কম থাকলেও, মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে।

জাতিসংঘ বলছে, এই দীর্ঘদিনের আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির অন্তত ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান ও মানবিক সহায়তার দাবির মুখেও অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বর আগ্রাসন।

এমটিআই

Wordbridge School
Link copied!