• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৫, ২০২৫, ০১:৫৫ পিএম
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

ঢাকা : ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জানান, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় শিশুদের প্রাণহানি আশঙ্কাজনক হারে বেড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুধু গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরদিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৮৭ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৬০৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা আরও বেশি—প্রায় ৬১ হাজার ৭০০, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকেও নিহত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলমান এই সহিংসতা এমন এক সময় চলছে যখন ইসরায়েল ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে। দ্বিতীয় দফার এই অভিযানে ১৫ দিনে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি।

এছাড়া ইসরায়েল দাবি করছে, হামাসের হাতে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত, যাদের উদ্ধারে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।

গাজার পাশাপাশি সিরিয়ায়ও সামরিক হামলা শুরু করেছে ইসরায়েল। সিরিয়ায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তুরস্ক ইসরায়েলকে আরও সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!