• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বাস্তুচ্যুত গাজাবাসীর ‘কোথাও যাওয়ার জায়গা নেই’


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৭, ২০২৫, ১২:২৪ পিএম
বাস্তুচ্যুত গাজাবাসীর ‘কোথাও যাওয়ার জায়গা নেই’

ঢাকা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলি সেনারা গাজার পূর্বাঞ্চল শুজাইয়া এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে যুদ্ধবিরতির সময় ফিলিস্তিনিরা বাড়ি ফিরে আসায় আর বেড়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাংক মোতায়েন এবং ক্রমাগত হামলা সত্ত্বেও কিছু ফিলিস্তিনি শুজাইয়ায় তাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তাদের যাওয়ার জায়গা নেই। তাদের মধ্যে কিছু লোক আবার গাজার পশ্চিমাঞ্চলে পালিয়ে গেছে, তবে অন্যরা শুজাইয়ায় রয়ে গেছে। ইসরায়েলি বাহিনী গুলি ও বোমাবর্ষণ করতে করতে আল-মুনতার পাহাড়ের দিকে অগ্রসর হয়েছে।

এদিকে ফিলিস্তিনি মেডিকেল সূত্র আল জাজিরা আরবিকে জানিয়েছে, ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সামরিক বাহিনী আবারও হামলা চালিয়ে অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে খান ইউনিসে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানোর পর থেকে খান ইউনিসে কমপক্ষে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!