• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ফের জেলেনস্কির ওপর চটলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৬, ২০২৫, ১১:৩৮ এএম
ফের জেলেনস্কির ওপর চটলেন ট্রাম্প

ফাইল ছবি

ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জেলেনস্কির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন—যে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য দায়ী।

গত রোববার ইউক্রেনের সামি অঞ্চলে রুশ হামলায় ৩৫ জন নিহত এবং ১১৭ জন আহত হওয়ার একদিন পর হোয়াইট হাউজে বক্তব্যে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘একটা এমন দেশের সঙ্গে যুদ্ধ করবেন, যেটা আপনার চেয়ে ২০ গুণ বড়—এবং আশা করবেন সবাই আপনাকে মিসাইল দিয়ে সাহায্য করবে? এটা কোনো যুক্তির কথা নয়।’

ট্রাম্প দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ‘কয়েক লাখ মানুষ’ প্রাণ হারিয়েছে। আর এই বিপুল প্রাণহানির জন্য তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি জো বাইডেন এবং জেলেনস্কিকেও দায়ী করেছেন। তার ভাষায়, ‘এই তিনজন পুতিন, বাইডেন এবং জেলেনস্কি সমানভাবে দায়ী।’

সামির হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিলেও ট্রাম্প বলেন, তাকে জানানো হয়েছে যে রাশিয়া এই হামলায় ‘ভুল করেছে’। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সেখানে ইউক্রেনীয় সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ৬০ জন নিহত হয়েছে। যদিও তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ এখনো দেওয়া হয়নি।

অন্যদিকে, ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে, সামিতে সাবেক সেনাদের জন্য একটি অনুষ্ঠান চলছিল, যেটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। ঘটনার পর সেই অনুষ্ঠানের আয়োজনে জড়িত থাকার কারণে সামির আঞ্চলিক প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। সেই সময় থেকে ট্রাম্প বারবার বলে আসছেন, এই যুদ্ধের জন্য শুধু পুতিন নয়, বাইডেন ও জেলেনস্কিও দায়ী।

এসআই

Wordbridge School
Link copied!