Menu
ফাইল ছবি
ঢাকা: ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, মাইন্ডানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল)।
ফিলিপাইনের ভূকম্পন ও আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় শহর মাইতুম থেকে প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যা একটি পার্বত্য ও কম জনবসতিপূর্ণ এলাকা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
মাইতুমের দমকল বিভাগের কর্মকর্তা গিলবার্ট রোলিফোর বলেন, ‘কম্পনটি শক্তিশালী ছিল, কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি। আমরা পুরো এলাকায় খোঁজ নিয়েছি, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’
উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত, যা একটি ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ অঞ্চল। এই কারণে দেশটিতে প্রায় প্রতিদিনই ভূমিকম্প অনুভূত হয়।
বেশিরভাগ ভূমিকম্প এতটাই দুর্বল হয় যে মানুষ তা টের পায় না। তবে মাঝে মাঝে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যা ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT