ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দশ হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের এক সপ্তাহ আগে এ কথা জানালেন হোয়াইট হাউজের এক পদস্থ কর্মকর্তা। ইসরাইল এ অস্ত্র বিক্রির চুক্তির বিষয়ে সায় দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
শুক্রবার (১২ মে) নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, অস্ত্র বিক্রি সংক্রান্ত এ চুক্তি এক দশকে ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এ অস্ত্র বিক্রি চুক্তির উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। এ ছাড়া, সৌদির কাছে এ অস্ত্র বিক্রির বিষয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন গুরুত্বপূর্ণ মিত্র ইসরাইলের সায় রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
তিনি বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ধারাবাহিক কয়েকটি চুক্তি করা হবে এবং এটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্ষমতা নেয়ার পর ট্রাম্পের বিদেশ সফর শুরু করবেন চলতি মাসের ১৯ তারিখে। সৌদি আরব সফরের মাধ্যমে এ সফরের সূচনা হবে। তার আগে এ অস্ত্র বিক্রির চুক্তি সম্পর্কে ঘোষণা দিল হোয়াইট হাউজ।
সোনালীনিউজ/ঢাকা/আতা