ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে এক মাস ধরে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। মোট পদ রয়েছে ৩২ হাজার ৫৭৭টি। এতে একটি পদের জন্য লড়বেন ৪০ জন প্রার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী পরিচালক নিয়োগ হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানানা।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।
গত ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু করেন প্রার্থীরা। আবেদনপ্রক্রিয়া শেষ হয় গত ২৪ নভেম্বর রাতে। এর পরের ৭২ ঘণ্টা সময় ছিল ফি জমা দেয়ার জন্য। ফি জমা দেয়া শেষে ১৩ লাখের বেশি প্রার্থী এ পদের জন্য আবেদন করেছেন।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :