• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৫:১৬ পিএম
অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে

ফাইল ছবি

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে তোড়জোড় শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আইন মন্ত্রণালয় থেকে ৫৬ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মতামত এসেছে। সে প্রেক্ষিতে সার্বিক বিষয়গুলো তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হচ্ছে। 

এ প্রস্তাবনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএকে শিক্ষক সুপারিশ কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে। সে নির্দেশনা অনুসারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করবে এনটিআরসিএ। 

কবে নাগাদ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সে বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সার্বিক বিষয়গুলো তুলে ধরে প্রস্তাবনা পাঠানো হবে। মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে সেভাবেই আবেদন গ্রহণ করা হবে। 

তিনি আরও জানান, আদালতের কিছু আদেশ নির্দেশনা আছে। আদালতের আদেশ নির্দেশনাগুলোর প্রেক্ষিতে কিভাবে কোন জটিলতা ছাড়া গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করা যায় তার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। 

জানা গেছে, ৫৭ হাজারের কিছু বেশি অফিসিয়াল শূন্যপদের তথ্য এনটিআরসিএর কাছে আছে। এসব পদের মধ্যে থেকে ১ হাজার ২৮৪টি পদে আগের নিয়োগের ভুক্তভোগীদের নিয়োগ সুপারিশ করা হয়েছে। সে হিসেবে ৫৬ হাজারের মত শূন্যপদে নিয়োগ সুপারিশের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে এনটিআরসিএর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে। 

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, নিয়োগ সুপারিশ পেয়ে কেউ যাতে জটিলতায় না পড়ে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেতে আদালতের নির্দেশনাগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!