• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে 


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৫, ২০২২, ১২:৪৮ পিএম
৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে 

ফাইল ছবি

ঢাকা : ৪৩তম বিসিএসের কারিগরি বা পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২০ এর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোনসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক-ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন মুঠোফোনে এসএমএসের মাধ্যমে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য নির্দেশনা পাঠানো হবে।

পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

এবার বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!