• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ, ভালো গণিত জানতে হবে


নিজস্ব প্রদিবেদক জানুয়ারি ৩, ২০২৪, ১২:২০ পিএম
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ, ভালো গণিত জানতে হবে

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২। প্রতিষ্ঠানটিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এক বছর মেয়াদি চুক্তিভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২

পদ: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার

পদসংখ্যা: ৩৫টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

কাজের ধরন: গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে।

বেতন: মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্যান্য ভাতা দেয়া হবে।

জামানত: নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা দিতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর বয়স: সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৫ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন এবং এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। ময়মনসিংহ/গাজীপুর জেলা বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২৩

এমটিআই

Wordbridge School
Link copied!