ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)। প্রতিষ্ঠানটিতে প্রথম গ্রেডে ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)
পদ: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমান জিপিএ/সিজিপিএসহ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইইই, এমই, ইটিই, ইসিই, ইইসিই, সিএসই, সিএস, আইটি বা সমতুল্য বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: ডাটা সেন্টার পরিচালনায় অভিজ্ঞতা অথবা তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাগত যোগ্যতাসহ অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবসায় উন্নয়নকাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে নীতিনির্ধারণী পর্যায়ের পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ২,১০,০০০ টাকা নির্ধারিত স্কেলে সর্বমোট মাসিক ৩,৪১,০০০ টাকা (গ্রেড-১)।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪
সূত্র: বিডিসিসিএল ওয়েবসাইট
এমটিআই
আপনার মতামত লিখুন :