ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ঢাকা, কক্সবাজার ও কুতুবদিয়ায় একটি প্রকল্পে প্রজেক্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: রেড ক্রিসেন্ট সোসাইটি
পদ: প্রজেক্ট অফিসার।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান বা এ–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: কক্সবাজারে এ–সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
অভিজ্ঞতা: ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসে ৬০,০০০-৬৫,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, টি/এ,ডি/এ, বিক্রয়ের উপর আকর্ষণীয় প্রণোদনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ৩৫ বছর। অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
কর্মস্থল: ঢাকা, কক্সবাজার ও কুতুবদিয়া।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি মার্চ ২০২৪।
সূত্র: বিডিজবস।
এমটিআই