• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

অষ্টম শ্রেণী পাসেই ১২৮ জনকে চাকরি দেবে চট্টগ্রাম বন্দর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১০:৩৫ এএম
অষ্টম শ্রেণী পাসেই ১২৮ জনকে চাকরি দেবে চট্টগ্রাম বন্দর

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ওয়াচম্যান বুকিং সেলে ওয়াচম্যান (অস্থায়ী) পদে ১২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারিত স্থানে নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিভাগ: ওয়াচম্যান বুকিং সেল।

পদ: ওয়াচম্যান (অস্থায়ী)।

পদসংখ্যা: ১টি।

জনবল নিয়োগ: ১২৮ জন।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। এসএসসি পাস এবং ইংরেজিতে পারদর্শী ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

অতিরিক্ত যোগ্যতা: শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা করা হবে। দুর্বল/শক্তিহীন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে।  

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

কর্মস্থল: চট্টগ্রাম।

যেভাবে প্রার্থী বাছাই: আবেদনকারী প্রার্থীদের নিজে উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের পুলিশি তদন্ত ইতিবাচক এবং প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে (অস্থায়ী/No work No pay) ভিত্তিতে ওয়াচম্যান হিসেবে নিবন্ধন করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পরিচালকের (নিরাপত্তা) দপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ ১৯ সেপ্টেম্বর নির্ধারিত স্থানে নিজে উপস্থিত হতে হবে।

আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

এমটিআই

Wordbridge School
Link copied!