• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির সুযোগ, নিয়োগ দেবে ১০ জন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৪, ১১:৩১ এএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির সুযোগ, নিয়োগ দেবে ১০ জন

ঢাকা : সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)। প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরির পদে নবম গ্রেডে ১০ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী ৭ নভেম্বর থেকে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিভাগ: মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)

পদসংখ্যা: ৩টি।

জনবল নিয়োগ: ১০ জন।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী বি/আর

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা পুরকৌশল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (এএমআইই) পার্ট ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নিবন্ধিত সদস্য হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: সহকারী প্রকৌশলী ই/এম

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা মেকানিক্যাল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বা মেকানিক্যাল বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (এএমআইই) পার্ট ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নিবন্ধিত সদস্য হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী আর্ক

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছর মেয়াদি আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: অটোক্যাড চালনাসহ থ্রিডি অঙ্কনে ও অ্যানিমেশন প্রেজেন্টেশনের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের নিয়ম: আবেদন শুরু হলে এই ওয়েবসাইটে লগইন করলে একটি লিংক পাওয়া যাবে। ওই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬৬৯ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৭ থেকে ২৮ নভেম্বর ২০২৪।

এমটিআই

Wordbridge School
Link copied!