• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একুশে পদকপ্রাপ্ত ঝর্ণা ধারা চৌধুরী আর নেই


নিউজ ডেস্ক জুন ২৭, ২০১৯, ০১:৩৫ পিএম
একুশে পদকপ্রাপ্ত ঝর্ণা ধারা চৌধুরী আর নেই

ঢাকা : একুশে পদক, রোকেয়া পদক ও ভারতের পদ্মশ্রী পুরস্কার পাওয়া সমাজসেবী গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব শ্রী মতি ঝর্ণা ধারা চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

সমাজ সেবার জন্য ২০০৩ বাংলাদেশে বেগম রোকেয়া পদক এবং একই সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন ঝর্ণাধারা চৌধুরী। এ ছাড়া ২০১০ সালে ঝর্ণাধারা চৌধুরী গান্ধী সেবা পুরস্কার এবং ২০১৫ সালে তিনি একুশে পদক পান।

ঝর্ণাধারা চৌধুরী ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি মহাত্মা গান্ধীর অহিংস নীতিতে অনুপ্রাণিত হয়ে সারাজীবন কাজ করে গেছেন। তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও দেশের বিভিন্ন জায়গায় সামাজিক কাজ করেছেন।

নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টে গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দেওয়া, দরিদ্র শিশুদের বিনা মূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন ঝর্ণাধারা চৌধুরী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!