• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

প্রপোজ ডে’তে যে বিষয়ে খেয়াল রাখা দরকার


মো. গোলাম মোস্তফা (দুঃখু) ফেব্রুয়ারি ৮, ২০২১, ০১:৫৩ পিএম
প্রপোজ ডে’তে যে বিষয়ে খেয়াল রাখা দরকার

ফাইল ফটো

ঢাকা: তোমার ভাবনায় আমার বেঁচে থাকার স্বপ্ন! চৈত্রের ঢের সময় বাকি থাকলেও বসন্তের হাওয়ার বার্তা জানান দিয়েছে ফেব্রুয়ারির শুরুর দিকেই। মনের রাজ্যের অন্তর মালিককে খুঁজে পাওয়ার জন্য আজ ভালোবাসার ‘প্রপোজ ডে’।

প্রত্যেকের জীবনেই এই দিনটি কোন না কোন ভাবে আসে। হয়তো সেই সময়টুকু হয়ে উঠে জীবন গল্পের নতুন অধ্যায়। প্রিয় মানুষকে ভালোবাসার কথা বলার সময় অবশ্যই নিজের কিছু বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি। জেনে নিতে পারেন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার।

মনের কথা শুনুন: মনের মানুষটিকে কি বলতে চান তা খুব ভালো করে নির্ধারণ করে নিন আগে থেকেই। আর অতিরিক্ত কোন কিছু না বলাই ভালো প্রথম দিন।

উপহার: ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাওয়ার অন্যরকম অনুভূতি কাজ করে। তাই উপহার দেওয়ার সময় ভালো কিছু বাছাই করুণ।

কালি কলম: বর্তমানে লেখার প্রচলিত দিন গুলো হারিয়ে যাচ্ছে। আপনি চাইলে কালি কলমের সুন্দর লেখার মাধ্যমে আপনার না বলার কথাগুলো বলতে পারেন।

পোশাক: যে চোখে দেখবে তুমি সে চোখে থাকতে চাই মরণ পর্যন্ত। এরকম প্রত্যাশা সকলেই করে থাকে আপন মানুষটিকে নিয়ে। সুতরাং এক্ষেত্রে পোশাক নির্ধারণ করতে হবে খুব ভেবে চিন্তে। প্রিয় মানুষের পছন্দের রঙ অনুযায়ী হতে পারে পোশাক।

কোন ভাষায় বলবেন: আপনি যে ভাষায় কথা বলতে আরাম বোধ করেন সেই ভাষায় সুন্দর করে গুছিয়ে কথা বলুন।

প্রপোজ করার সময়: অবশ্যই তার মনের অবস্থা বুঝার চেষ্টা করবেন। যদি মন খারাপ থাকে তাহলে প্রপোজ না করাই উত্তম হবে।

প্রিয় মানুষকে বুঝতে পারা: যাকে আপনি জীবনের অধ্যায় করতে চাইছেন। তাকে সহজ করে বুঝতে চেষ্টা করুণ।

বিশ্বাস: পৃথিবীতে সবকিছু টিকে আছে বিশ্বাসের ওপর। সুতরাং কাছের মানুষটিকে অন্তর দিয়ে বিশ্বাস করার চেষ্টা করুণ।

মুক্ত আসমানের নিচে ভালোবাসার বিজয় মালা হোক ’প্রপোজ ডে’র মাঝে। মানুষ খোঁজে পাক তার প্রিয়জনকে। কবিতায় যুক্ত হোক তাহার নাম যাহাকে নিয়ে পথচলার গল্প বলার ভাবনায় বেঁচে থাকার আশা।

লেখক, সংবাদকর্মী ও অনলাইন এক্টিভিস্ট

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!