• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ইফতারে রাখুন পোড়া আমের শরবত


লাইফস্টাইল ডেস্ক এপ্রিল ২৮, ২০২২, ০৩:৩৭ পিএম
ইফতারে রাখুন পোড়া আমের শরবত

ফাইল ছবি

ঢাকা : গরমে রোজা, গরমে যখন অতিষ্ট, এদিকে বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের নানা ফল। এই সময়ে কাঁচা আম সত্যি অমৃত। আর তা যদি হয় জিভে জল আনা পোড়া আমের শরবত, তাহলে তো কথাই নেই।

কাঁচা আম পুড়িয়ে এই শরবত বানানো হয়ে থাকে। 

আসুন জেনে নেওয়া যাক আম পোড়া আমের শরবত কীভাবে বানাবেন: 
 
উপকরণ : কাঁচা আম ৪টি, পরিমাণমতো চিনি, বিট লবণ, কাঁচা মরিচ, বরফ কুচি, পুদিনা পাতা ও পানি।

পদ্ধতি : আমগুলো প্রথমে পানি দিয়ে ধুয়ে নিন। এবার খোসাসহ মাঝারি আঁচে পুড়িয়ে নিন। চুলা থেকে তুলে ঠাণ্ডা হলে আমের খোসা ছাড়িয়ে নিন। হাতে চটকে আমের ভেতরের নরম ক্লাথ বের করুন। আমের সাথে সব উপকরণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তৈরি আপনার পোড়া আমের শরবত। পছন্দমতো স্বচ্ছ গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন। 
 
সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!