মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জাতকের আর্থিক অবস্থা স্বচ্ছল হবে। তবে শারীরিক সমস্যা দেখা দেবে। সচেতন রূপে চলুন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতকের ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবশ্যই বিনা দলিলে আর্থিক লেনদেন করবেন না। বাস্তবতা মেনে চলুন।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই ভালো কোনো কাজের সফলতা আপনাকে চমকে দিতে পারে। বাড়ির প্রবীণদের পরামর্শ নিন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতকের পরকীয়ায় আগ্রহ জন্মাবার জন্য নারীর ছলনায় আকৃষ্ট হতে পারেন। ক্ষতি হতে পারে, বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
ব্যক্তির শনিগ্রহের প্রভাবে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হবেন। দলিল না দেখে চুক্তি নয়। একটু সাবধান হোন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
অষ্টমস্থানে নবমেশের অবস্থানের ফলে অনূঢ়ারা বিয়ের প্রলোভনের শিকার হবেন। প্রলোভন যতই হোক অবশ্যই দৈহিক সম্পর্ক গড়া থেকে বিরত থাকুন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতক বন্ধুর প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। ভ- প্রেমিকের ছলনায় অর্থ ও দামি দ্রব্যাদি খোয়া যেতে পারে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
জাতকের দুর্ঘটনার যোগ রয়েছে। স্থাবর সম্পত্তি রক্ষায় অঙ্গহানির সমূহ সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতক-জাতিকার মস্তকে স্ফোটকের যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কণ্ঠে ভৌমেন, পদে শনিনা, ফলে শ্বরতন্ত্রে ও পদযুগলে ক্ষতের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। এ সপ্তাহব্যাপী নিয়মিত সঞ্জীবনী পানে ক্ষতের উপশম হবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতক আসন্ন বিবাহসংক্রান্ত বিষয়ে নারী-পুরুষ উভয়েরই অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে হবু স্ত্রী বিবাহ আগেই পোয়াতি কি না ডাক্তারি পরীক্ষা করবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
টাকা লেনদেনের আগেই বিবেচনা করবেন যে টাকাটি সঠিক কাজে লগ্নি হচ্ছে কি না। কর্জের নামে নিকটাত্মীয়ার কাছ থেকে প্রতারিত হতে পারেন।
সোনালীনিউজ/এমটিআই