• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মশায় নাজেহাল?


লাইফস্টাইল ডেস্ক জুলাই ৩০, ২০২৩, ০১:২৭ পিএম
মশায় নাজেহাল?

ঢাকা : বর্ষায় মশার উপদ্রব বাড়ে। সেই সঙ্গে বেড়ে যায় ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রকোপ। মশা থেকে বাঁচতে মশারি, ধূপ, ধুনো, স্প্রে - কত উপায়ই না আমরা অবলম্বন করি। কিন্তু তাতে ক্ষণিকের স্বস্তি পাওয়া গেলেও, তেমন লাভ হয় না। তা হলে উপায়? মশার যন্ত্রণা থেকে বাঁচার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়—

পানি জমতে দেবেন না : পানি হল মশার আঁতুড় ঘর। বাড়ির আশেপাশে পানি জমে থাকলেই মশার উপদ্রবে নাজেহাল হতে হবে। তাই ঘরের কোথাও পানি জমতে দেওয়া চলবে না। সেই সঙ্গে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাথরুমে অহেতুক পানি জমিয়ে রাখবেন না। ছাদে বৃষ্টির পানি জমতে দেবেন না। বাড়ির ডাস্টবিনে পানি জমছে কি না খেয়াল রাখুন। খালি গাছের টব রাখা থাকলে সেগুলি উল্টে রাখুন।

কর্পূর : সন্ধ্যা হলেই মশার উপদ্রব বাড়ে। তাই সূর্য ডোবার আগেই ঘরের কোণে এক টুকরো কর্পূর জ্বালিয়ে দিন। জানালা, দরজা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পর জানালা খুলে দিন। এতে মশা ঘরে ঢুকবে না।

ধুনোর সঙ্গে নিমপাতা গুঁড়া : ঘরে শাল গাছের আঁঠা বা ধুনো দিলে মশা কম হয়। ধুনোর সঙ্গে নিমপাতা গুঁড়া মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এতে ভালো কাজ দেবে।

পিপারমিন্ট অয়েল : মশা তাড়াতে ঘরে পিপারমিন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। তাছাড়া পিপারমিন্ট তেল গায়েও মাখতে পারেন। এতে মশা আপনার ধারেকাছেও ঘেঁষবে না। তবে সরাসরি এই তেল গায়ে মাখলে র‌্যাশ বেরোতে পারে। তাই নারিকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখুন।

লেমন ইউক্যালিপটাস : অনেক মশা তাড়ানোর স্প্রে-তেই লেমন ইউক্যালিপটাস তেল মেশানো থাকে। আমেরিকার সিডিসি এটি মশার তাড়ানোর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই মশার কামড় থেকে বাঁচতে আপনিও ব্যবহার করতে পারেন এই তেল।

ক্যাটনিপ অয়েল : যারা বিড়াল পোষেন, তারা এই তেলের কথা শুনে থাকবেন। বিড়ালদের ভালো রাখতে অনেকেই এই তেল ব্যবহার করেন। তবে কেবল বিড়ালদের কাজেই লাগে না, পাশাপাশি মশা তাড়াতেও বেশ কার্যকর ক্যাটনিপ অয়েল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!