• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

আজ আর্থিক ক্ষেত্রে ঝুঁকি এই রাশির, দেখুন রাশিফল


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ৭, ২০২৪, ১১:১৫ এএম
আজ আর্থিক ক্ষেত্রে ঝুঁকি এই রাশির, দেখুন রাশিফল

ঢাকা: বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। আজ ৭্ই অক্টোবর। জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আর্থিক ক্ষেত্রে ঝুঁকি নিতে হবে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা। শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পূণঃরায় হতাশা নিরাশা। পাওনাদারের সাথে জটিলতা এড়াতে হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ অংশিদারী কাজে ঝামেলা বৃদ্ধি। আয় রোজগারের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। ব্যবসায়ীক কাজে কিছু বাধা আসতে পারে। দাম্পত্য জীবনে জটিলতা দেখা দিতে পারে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ আয় রোজগারের ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা। কর্মচারী ও কাজের লোকদের উপর পুরোপুরি নির্ভর করা কঠিন হবে। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মী বিরোধের ভয়।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ আজ সন্তানের বিষয়ে সতর্ক হতে হবে। মেধাভিত্তীক কাজে গোপনীয়তা বজায় রাখতে হবে। প্রেম ভালোবাসায় সাফল্য লাভের দিন। পড়াশোনায় মনযোগী হতে হবে।

সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট) ঃ আয় রোজগারের ক্ষেত্রে বাধা দেখা দেবে। পারিবারিক প্রত্যাশা পূরণে কিছু জটিলতার আশঙ্কা। আত্মীয় বিরোধ এড়িয়ে চলতে চেষ্টা করুন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত ঝামেলা দেখা দেবে।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা এড়াতে চেষ্টা করুন। ছোট ভাই বোনের সাথে মনামালিণ্য দেখা দেবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে জটিলতার আশঙ্কা।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে জটিলতা। সঞ্চয় ভেঙ্গে আজ চলতে হবে। ব্যবসা বাণিজ্যে সতর্ক থাকতে হবে। আত্মীয় স্বজনের সাথে ঝামেলা দেখা দেবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) ঃ আজ আপনাকে খুবই সতর্ক হয়ে চলতে হবে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে বড় কোনো ধরনের ঝামেলা দেখা দেবে। কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতার ভয়।                                                                              

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ প্রবাসীদের দিনটি ঝামেলাপূর্ণ। ব্যবসা বাণিজ্যে বাড়তি ব্যয় হতে চলেছে। আইনগত জটিলতার সমাধান আশা করা বৃথা। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ব্যয়।              

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ আজ ঠিকাদারী ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ে জটিলতা দেখা দেবে। চাকরিজীবীদের আয় রোজগারে বাধা দেখা দেবে। পারিবারিক কাজে বড় ভাই বোনের সাহায্য আশা করা বৃথা।                              

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঃ কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার দ্বারা হেনস্তার আশঙ্কা। সাংসারিক কাজে পিতার সাহায্য আশা করা বৃথা। চাকরিজীবীদের দিনটি খুব একটা ভালো যাবে না।     

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আয় রোজগারের জন্য বিদেশ যেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে উন্নতি হবে। বিদ্যার্থীদের কর্ম লাভের সুযোগ আসবে।

ইউআর
 

Wordbridge School
Link copied!