• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

আজ এই রাশির দাম্পত্যে হবে ভুল বুঝাবুঝি, দেখুন কি বলছে আপনার রাশিফল!


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ৮, ২০২৪, ১১:০৬ এএম
আজ এই রাশির দাম্পত্যে হবে ভুল বুঝাবুঝি, দেখুন কি বলছে আপনার রাশিফল!

ঢাকা: রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

মেষ রাশি (২১মার্চ - ২০এপ্রিল) : আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে। ব্যবসায়ীক দেনাপাওনার হিসাব চুকিয়ে নিতে চেষ্টা করুন। কারো সাথে কোনো প্রকার বিরোধে না জড়ানোই ভালো। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) : দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সতর্ক হতে হবে। সাংসারিক ক্ষেত্রে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। ব্যবসায় বিনিয়োগে একটু বুঝে শুনে এগিয়ে যেতে হবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাথে ঝামেলা এড়াতে হবে। গোপনীয়তা বজায় রাখতে হবে। নতুন কর্মচারীর গতিবিধির উপর নজর রাখুন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : সৃজনশীল কাজে ভালো রোজগারের আশা। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। প্রেম ভালোবাসায় দেখা দেবে অনিশ্চয়তা ও হতাশা।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট) : পারিবারিক কোনো কাজে আত্মীয় বিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। পদস্ত কর্মকর্তার সাহায্য প্রয়োজন হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) : সকল প্রকার বৈদেশিক যোগাযোগে আজ উন্নতির আশা। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় সফলতার দিন। ছোট ভাই বোনের সাথে ঝামেলা এড়াতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর) : আজ বকেয়া টাকা আদায়ের চেষ্টায় উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যে ভালো লাভের আশা। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভের আশা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) : কাজে কর্মে সতর্ক হতে হবে। ব্যবসায়ীক জটিলতা এড়িয়ে চলতে চেষ্টা করুন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো করতে পারবেন। পারিবারিক জীবনে জটিলতা এড়াতে হবে।         

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : আজ বৈদেশিক কাজে কর্মে উন্নতি হবে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে চেষ্টা করুন। পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০জানুয়ারি) : চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে বন্ধুর সাহায্য পাবেন। বাড়িতে বড় ভাই বোনের সাথে বিরোধ দেখা দিতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ফেব্রুয়ারি) : আজ কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে জটিলতা এড়াতে হবে। চাকরিজীবীদের কর্মপরিবর্তনের যোগ প্রবল। গৃহস্থালী কাজে পিতার সাহায্য পাবেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) : ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে উন্নতির দিন। বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাত্রার যোগ। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিছু উন্নতির আশা। শিক্ষা ও গবেষণামূলক কাজে সম্মানিত হবেন।

ইউআর

Wordbridge School
Link copied!