ঢাকা: রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ আমদানী রপ্তাণী বাণিজ্যে উন্নতির আশা। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আধ্যাত্মীক ভ্রমনের সুযোগ আসবে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো রোজগারের দিন। আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে উন্নতির আশা। আইনজীবীদের ভালো রোজগারের দিন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ উন্নতির আশা। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার দিন। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাহায্য পাবেন। ব্যবসা বাণিজ্যের বিকাশে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): যে কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় আজ সফল হবেন। সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে উন্নতির আশা। সৃজনশীল কাজে আজ ভালো রোজগার হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। ব্যবসায়ীক কাজে কোনো আত্মীয়র সাহায্য লাভের আশা। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের কাজে লাভ হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): যে কোনো মধ্যস্ততার কাজে আজ ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে ভাই বোনের সাহায্য লাভ। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায় লাভের আশা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): খাদ্য ও পানিয়ের ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে উন্নতির আশা। খুচরা পাইকারী ব্যবসা বানিজ্যে ভালো রোজগারের দিন। বাড়িতে অতিথি সমাগম হবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সম্মানিত হবেন। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। আজ বিদেশী ভিসা লাভের যোগ প্রবল।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আজ বড় ভাই বোনের সাথে বিরোধ এড়াতে হবে। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের সুযোগ আসবে। নতুন কাজের যোগ। বন্ধুর সাহায্য পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ। নতুন কর্মকর্তার আগমনে কাজে অগ্রগতি। রাজণৈতিক উচ্চাভিলাষ পূরণ হতে চলেছে। রোজগারের ক্ষেত্রে পিতার পরামর্শ কাজে আসবে।
ইউআর