• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফলতার দিন আজ, দেখুন রাশিফল


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ১৫, ২০২৪, ১১:০৩ এএম
ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফলতার দিন আজ, দেখুন রাশিফল

ঢাকা: আজ ১৫ ই অক্টোবর, ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাথে ঝামেলা এড়াতে হবে। বন্ধুর কোন কাজ আপনাকে আহত করতে পারে। বকেয়া টাকা আদায়ে জটিলতা। বিকালের দিকে দূরের যাত্রা যোগ।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ পারিবারিক জীবনে পিতার সাথে মতানৈক্য এড়াতে হবে। কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়ানো ঠিক হবে না। বিকালের দিকে ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফলতার দিন। জীবিকার জন্য বিদেশ যাত্রায় চলমান বাধা কাটিয়ে উঠতে পারবেন। আমদানী রপ্তাণী বাণিজ্যে অগ্রগতির আশা। বিকালে কর্মক্ষেত্রে রহস্যজনক সুযোগ আসবে। বিদেশী প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আয় রোজগারের ক্ষেত্রে কিছু ঝুঁকি দেখা দেবে। শেয়ার ব্যবসায়ীদের মানসিক চাপ বৃদ্ধি। বিকাল থেকে বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। উচ্চ শিক্ষা বা গবেষণামূলক কাজে সফল হবেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): পারিবারিক জীবনে জীবন সাথীর সাথে জটিলতা এড়াতে হবে। ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি চলবে। অংশিদারী কাজে রহস্যজনক ঝামেলা। বিকালের দিকে অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ। রাস্তাঘাটে একটু সাবধানে থাকবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আয় রোজগারের জন্য দিনটি মিশ্র। ব্যবসা বাণিজ্যে অনাকাঙ্খীত কোনো জটিলতা দেখা দেবে। কাজের লোক বা কর্মচারীদের সাথে বিরোধের আশঙ্কা। বিকালে দাম্পত্য জটিলতা বৃদ্ধি। কলহ বিবাদ এড়াতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): সৃজনশীল কাজে বাধা বিপত্তি দেখা দেবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ঝামেলা পূর্ণ। বিকালে পায়ে কোনো আঘাত পেতে পারেন। রাগ ও জেদ ক্ষতি করবে।                               
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): আজ পারিবারিক কোনো কাজে অর্থ ব্যয়। আত্মীয় স্বজনের সাথে জটিলতা দেখা দেবে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি। বিকালের দিকে বিদেশী কাজে অগ্রগতি। শিল্পী ও কলাকুশলীদের বিদেশ যাত্রার যোগ।                               
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): সকল প্রকার যোগাযোগের কাজে বাধা দেখা দেবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা। গৃহস্থালী কাজে ভাই বোনের সাহায্য পাবেন। বিকালে বিদেশ যাত্রার যোগ। তবে আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): ধারের টাকা আদায়ে আজও প্রচন্ড পরিশ্রম করতে হবে। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি। বিকালে বিদেশ থেকে ভালো সংবাদ পাবেন। প্রবাসী ভাই বোনের দেশে আগমনের যোগ।                     

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): আজ কাজে কর্মে জটিলতা দেখা দেবে। কর্মক্ষেত্রে অনাকাঙ্খীত কোনো পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বিকালে বকেয়া অর্থ আদায়ে অগ্রগতি। প্রবাসী কুটম্বর আগমন হবে।          

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার জন্য অর্থ ব্যয় করতে হবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় প্রশাসনিক জটিলতা। বিকালে সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে উন্নতি। ঝামেলা এড়িয়ে চলাই ভালো।

ইউআর

Wordbridge School
Link copied!