ঢাকা: আজ ৩০ অক্টোবর, ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজকের দিনটি কর্মক্ষেত্রে রহস্যজনক ঝামেলার। সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যক্তি জীবনে আজ প্রচুর ভুল বুঝাবুঝি দেখা দেবে। রোজগারের ক্ষেত্রে বাধা আসবে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): সন্তানের সাথে জটিলতা এড়াতে হবে। প্রেম ভালোবাসায় ঝামেলার আশঙ্কা। তৃতীয় পক্ষর তৎপরতায় আপনার মেধার অবমূল্যায়ণ হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজকের দিনটি পারিবারিক জটিলতা এড়িয়ে চলার। হটাৎ করেই গৃহে অশান্তি দেখা দেবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের অবনতি। কর্মক্ষেত্রে রহস্যজনক বিরোধের সম্মূখীন হবেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে রহস্যজনক জটিলতা দেখা দেবে। পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় রহস্যজনক জটিলতা দেখা দেবে।
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট): আয় রোজগারের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। রহস্যজনক আয় রোজগারের সুযোগ আসবে। ব্যবসায়ীক ওয়াদা রক্ষা করাটা কঠিন হয়ে পড়বে। শ্যালক শ্যালিকার সাথে জটিলতা বৃদ্ধি।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ কর্মক্ষেত্রে নানা রকম রহস্যজন ঘটনা ঘটতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক ঝামেলা। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা। আইনগত জটিলতার আশঙ্কা দেখা যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার সমাধান আশা করা বৃথা। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর): আজকের দিনটি আয় রোজগারে রহস্যজনক জটিলতার। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে বার বার বাধা বিপত্তি দেখা দেবে। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাথে ঝামেলা বৃদ্ধি।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে জটিলতা দেখা দেবে। আপনার কোনো গোপন সংবাদ ফাঁস হওয়ার আশঙ্কা দেখা যায়। পিতার সাথে ঝামেলায় জড়াতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): রহস্যজনক ভাগ্য উন্নতির দিন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ সফল হতে পারবেন।জীবীকা পরিবর্তনের রহস্যজনক সুযোগ আসবে। উচ্চ শিক্ষায় জটিলতা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): আজ ব্যাংক ঋণ বিষয়ে সতর্ক হতে হবে। পুরোন দেনা পাওনা নিয়ে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সাবধান। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): আজকের দিনটি দাম্পত্য জটিলতা এড়িয়ে চলার। কারো সাথে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সাংসারিক ক্ষেত্রে আজ নিজের দোষ মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।
ইউআর