• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পিতার সাথে ঝামেলায় জড়াতে পারেন ধনু, তুলারাশির প্রবাসীদের জন্য দিনটি ঝামেলা পূর্ণ


লাইফস্টাইল ডেস্ক অক্টোবর ৩০, ২০২৪, ১১:০৩ এএম
পিতার সাথে ঝামেলায় জড়াতে পারেন ধনু, তুলারাশির প্রবাসীদের জন্য দিনটি ঝামেলা পূর্ণ

ঢাকা: আজ ৩০ অক্টোবর, ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজকের দিনটি কর্মক্ষেত্রে রহস্যজনক ঝামেলার। সহকর্মীদের সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যক্তি জীবনে আজ প্রচুর ভুল বুঝাবুঝি দেখা দেবে। রোজগারের ক্ষেত্রে বাধা আসবে।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): সন্তানের সাথে জটিলতা এড়াতে হবে। প্রেম ভালোবাসায় ঝামেলার আশঙ্কা। তৃতীয় পক্ষর তৎপরতায় আপনার মেধার অবমূল্যায়ণ হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজকের দিনটি পারিবারিক জটিলতা এড়িয়ে চলার। হটাৎ করেই গৃহে অশান্তি দেখা দেবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের অবনতি। কর্মক্ষেত্রে রহস্যজনক বিরোধের সম্মূখীন হবেন।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে রহস্যজনক জটিলতা দেখা দেবে। পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় রহস্যজনক জটিলতা দেখা দেবে।

সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট): আয় রোজগারের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। রহস্যজনক আয় রোজগারের সুযোগ আসবে। ব্যবসায়ীক ওয়াদা রক্ষা করাটা কঠিন হয়ে পড়বে। শ্যালক শ্যালিকার সাথে জটিলতা বৃদ্ধি।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ কর্মক্ষেত্রে নানা রকম রহস্যজন ঘটনা ঘটতে পারে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক ঝামেলা। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা। আইনগত জটিলতার আশঙ্কা দেখা যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার সমাধান আশা করা বৃথা। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর): আজকের দিনটি আয় রোজগারে রহস্যজনক জটিলতার। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে বার বার বাধা বিপত্তি দেখা দেবে। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাথে ঝামেলা বৃদ্ধি।    

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে জটিলতা দেখা দেবে। আপনার কোনো গোপন সংবাদ ফাঁস হওয়ার আশঙ্কা দেখা যায়। পিতার সাথে ঝামেলায় জড়াতে পারেন।      

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): রহস্যজনক ভাগ্য উন্নতির দিন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ সফল হতে পারবেন।জীবীকা পরিবর্তনের রহস্যজনক সুযোগ আসবে। উচ্চ শিক্ষায় জটিলতা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): আজ ব্যাংক ঋণ বিষয়ে সতর্ক হতে হবে। পুরোন দেনা পাওনা নিয়ে নানা রকম জটিলতা দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সাবধান। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।            

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): আজকের দিনটি দাম্পত্য জটিলতা এড়িয়ে চলার। কারো সাথে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সাংসারিক ক্ষেত্রে আজ নিজের দোষ মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভোগাতে পারে।

ইউআর

Wordbridge School
Link copied!