• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

কাজে কর্মে উন্নতির দিন কুম্ভের, ব্যবসা বাণিজ্যে আর্থিক সঙ্কট দেখা দেবে মেষের


লাইফস্টাইল ডেস্ক নভেম্বর ৩, ২০২৪, ১১:৩৪ এএম
কাজে কর্মে উন্নতির দিন কুম্ভের, ব্যবসা বাণিজ্যে আর্থিক সঙ্কট দেখা দেবে মেষের

ঢাকা: আজ ৩ নভেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ রাশি (২১মার্চ - ২০এপ্রিল): ব্যবসা বাণিজ্যে আর্থিক সঙ্কট দেখা দেবে। পাওনাদারের সাথে ঝামেলা মেটাতে হবে। ব্যবসায়ীক কাজে ঝুঁকি নিতে হবে। ঋণ পরিশাধের চাপ বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আজ ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে জীবন সাথীর সাহায্য পাবে। যোগাযোগে আজ উন্নতি হবে।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ কাজের লোক বা কর্মচারীদের সাহায্য লাভের আশা। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। পুরোন জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। হারানো দ্রব্য ফিরে পাওয়ার আশা।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): সৃজনশীল কাজে সফল হতে পারবেন। প্রেম ভালোবাসায় চলমান জটিলতা কেটে যাবে। বিদ্যার্থীদের পড়ালেখার চাপ বৃদ্ধি পাবে। মিডিয়া নির্মাতাদের নতুন কাজের আলোচনায় অগ্রগতি।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট): আয় রোজগার এর ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া যাবে। গৃহস্থালী কোনো বিষয়ে চলমান ঝামেলা দূর হওয়ার আশা। গৃহস্থালী কাজে মায়ের সাহায্য পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা। আজ পাড়া প্রতিবেশীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগে উন্নতি হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): আজকের দিনটি বকেয়া অর্থ আদায়ে উন্নতির। সঞ্চয়ে নানা রকম বাধা আসবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো রোজগার হবে। হোটেল রেস্তোরা ব্যবসায়ীদের ব্যবসায় বাধা বিপত্তির আশঙ্কা। 

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): কর্মক্ষেত্রে সম্মানিত হওয়ার দিন। ব্যবসায়ীক কাজের আলোচনায় উন্নতি হবে। মানসিক চাপ কিছুটা অব্যাহত থাকবে। চিকিৎসার পেছনে অর্থ ব্যয়ের আশঙ্কা। 

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজকের দিনটি বৈদেশিক কাজে উন্নতির। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতার অবশান হবে। পারিবারিক দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু রোজগার হবে। 

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০জানুয়ারি): বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে। বড় ভাই বোনের সাহায্য পাবেন। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হতে চলেছে। ঠিকাদারী কাজে ভালো রোজগার হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ফেব্রুয়ারি): কাজে কর্মে উন্নতির দিন। বেকারদের চাকরির চেষ্টায় সফলতার আশা। পারিবারিক জীবনে পিতার সাহায্য লাভ। সরকারী চাকুরেদের আজ ভালো রোজগার হবে। 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আজ অর্থ ব্যয়। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত কাজে আজ সফলতার আশা।

ইউআর

Wordbridge School
Link copied!