• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

বিয়ের যোগ প্রবল বৃশ্চিকের, সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে সিংহের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:২৭ এএম
বিয়ের যোগ প্রবল বৃশ্চিকের, সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে সিংহের

ঢাকা: ভাগ্যরেখা অনুযায়ী আপনার দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন বৃহস্পতিবার ( ১৩ ডিসেম্বর) রাশিফল।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সকাল সকালই গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে রাখতে হবে। ব্যবসায়ীক কোনো সিদ্ধান্ত নিলে তা সকালেই নিতে চেষ্টা করুন। দুপুর থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে। খুচরা পাইকারী ব্যবসায় লাভের দিন।

বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ সকালের দিকে দূরের যাত্রা যোগ। পরিবার পরিজন নিয়ে বেড়াতে যেতে পারেন। প্রবাসীদের দেশে আগমনের যোগ। দুপুর থেকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হবেন।

মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে অগ্রগতির আশা। বড় ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল। দুপুরের দিকে ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। পারিবারিক ব্যয় বৃদ্ধি।

কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): পিতার সাথে বেড়াতে যেতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ। দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি। ব্যবসায়ীক বকেয়া বিল আদায় হবে। সাংসারিক কাজে বড় বোনের সাহায্য পাবেন।

সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে। জীবন জীবীকার জন্য বিদেশ যেতে পারেন। দুপুর থেকে কর্ম সংক্রান্ত পরীক্ষায় অগ্রগতি। সামাজিক সাঙ্গঠনিক কাজে আজ সম্মানিত হবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): সকালের দিকে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। ব্যবসায়ীক প্রয়োজনে পাওনাদারের সাথে সাক্ষাৎ করতে হবে। দুপুর থেকে ভাগ্য উন্নতির সময়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয় হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির। জীবন সাথীর সাথে একটু দূরে বেড়াতে যাওয়ার সময়। দুপুর থেকে হটাৎ করেই অর্থ লাভের সুযোগ আসবে। ঝুঁকিপূর্ণ কোনো জার্নি করা ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। ব্যবসায়ীক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। দুপুর থেকে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীক যোগাযোগে সফল হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ সকালের দিকে প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হবে। সন্তানের বিয়ের বিষয়ে আলোচনায় সফলতার আশা। দুপুর থেকে পুরোন কোনো জটিলতার সমাধান আশা করা যায়। পারিবারিক জটিলতা কেটে যাবে।   

মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): আজ বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। গৃহ আবাসন লাভের দিন। মায়ের সাহায্য পাবেন। দুপুর থেকে ভালো কোনো ঘটনা ঘটবে। সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন। প্রেম সাফল্য লাভের সময়।    

কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): সকালের দিকে সকল প্রকার যোগাযোগে সফল হবেন। ব্যবসায়ীক কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভ। পাড়া প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নিতে হবে। দুপুর থেকে পারিবারিক কাজে অগ্রগতি। স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনায় সফলতা।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): আজ সকালে গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। ব্যবসায়ীক কাজে সফলতার দিন। দুপুরের দিকে সকল যোগাযোগে সফলতার দিন। মধ্যস্ততার ব্যবসা বাণিজ্যে আজ ভালো লাভের আশা।

ইউআর

Wordbridge School
Link copied!