• ঢাকা
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০

ব্যবসার হিসাব কীভাবে রাখবেন


লাইফস্টাইল ডেস্ক জানুয়ারি ২১, ২০২৫, ১১:০৫ এএম
ব্যবসার হিসাব কীভাবে রাখবেন

ঢাকা : ব্যবসার হিসাবনিকাশ এখন আর কাগজ-কলমে নেই। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান কাগজ-কলমের পাশাপাশি সফটওয়্যারের মাধ্যমে হিসাব রাখে। এভাবে হিসাব রাখার সুবিধা জানালেন অনিন্দ্য সৌরভ

ডিজিটাল পদ্ধতিতে হিসাব রাখার সুবিধা : ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে, সফটওয়্যার হিসাব করে আয়-ব্যয়ের হিসাব দেখিয়ে দেবে। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় হিসাবের বিস্তারিত দেখতে পারবেন। সময় এবং শ্রম দুটোই রক্ষা পাবে। মাস শেষে সঠিক রিপোর্ট পাবেন।

ব্যাংক অ্যাকাউন্ট খোলা : ব্যবসার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা জরুরি। আইনানুগভাবে আপনার ব্যবসা নিবন্ধন করার পরে, আপনার ব্যবসায়ের আয়কে কোথাও জমা করা জরুরি। যা কর সংক্রান্ত ঝামেলা সহজ করে তুলবে।

প্রতিদিনকার হিসাবনিকাশ : ক্ষুদ্র ব্যবসায় প্রতিদিন কতটুকু অর্থের লেনদেন সম্পন্ন হচ্ছে, তার যথাযথ হিসাব টুকে রাখা জরুরি। মাস শেষে আপনি বুঝতে পারবেন মাসের কোন সময় কেমন আয়-ব্যয় হয়। যা ব্যবসার হিসাব রাখার জন্য গুরুত্বপূর্ণ।

বেতনের নিয়ম : প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য, আপনাকে বেতন ধারা ও সময়সূচি সেট আপ করতে হবে। কাজের বিনিময়ে যথাযথ পাওনা প্রদান ও তার হিসাব রাখা গুরুত্বপূর্ণ। হাতে-কলমে করা যদি আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, তারও সমাধান রয়েছে। প্রচুর পরিষেবা রয়েছে যা প্রয়োজনে সহায়তা করতে পারে এবং অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার তাদের বিকল্প বৈশিষ্ট্য হিসেবে পে-রোল সরবরাহ করে।

ক্রয়বিক্রয় রিপোর্ট : কোন আইটেম ও প্রোডাক্টগুলো আপনার ব্যবসাকে প্রশস্ত করতে বেশি কার্যকর তার হিসাব রাখুন। একে আইটেম রিপোর্টও বলা হয়। কার থেকে কী কিনেছেন, কাকে কী বিক্রি করেছেন তার হিসাব খাতা তৈরি করুন। তারিখ অনুযায়ী তার হিসাব থাকলে আপনার কাজ সহজ ও সময় বাঁচাতে পারবেন। অপচয়, হারিয়ে যাওয়া, হিসাব মেলাতে না পারা কিংবা চুরি, প্রতারণা থেকে মুক্ত থাকতে পারবেন।

লাভ-লোকসানের হিসাব : ব্যবসার অর্থের হিসাব তো রাখবেনই, কিন্তু নিজ ইনভেস্টমেন্ট ও ব্যয়ের হিসাব রাখাটাও জরুরি। যেহেতু আপনিই মালিক, সেহেতু আপনিই লাভবান হওয়ার সিঁড়ির সর্বোচ্চ ধাপে রয়েছেন। দৈনন্দিন কতটুকু মুনাফা কিংবা কতটুকু লভ্যাংশ আপনার খাতে যোগ হচ্ছে এবং কতটুকু চলে যাচ্ছে তার হিসাবই যদি না থাকে, তাহলে ব্যবসার লাভ-লোকসান কিছুই হাতে থাকবে না।

বার্ষিক হিসাব তৈরি :  বার্ষিক হিসাব খাতা যা প্রেজেন্ট করবে, আপনি একটি বছরে ঠিক কতটুকু লাভ ও লোকসান করেছেন, কতটুকু সফলতা অর্জন করেছেন এবং আপনার পরবর্তী পদক্ষেপগুলো কী কী হতে পারে। পাশাপাশি, আপনার ব্যবসা প্রশস্ত করার উপায়গুলোও আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!