Menu
ঢাকা : গরমের সময় সুতি ও সাদা পোশাকের কদর একটু বেশিই থাকে। কারণ সুতি ও সাদা রঙের পোশাক তাপ শোষণ করে কম। তাই গরম অনুভূত হয়ও কম। সময় ও পরিবেশ বুঝে সুতির সাদা রংয়ের পোশাক ক্লাস, অফিস থেকে শুরু করে দাওয়াত সবখানেই পরার উপযোগী। সাদামাটা বা জমকালো
যেকোনোভাবেই সাদা রঙের পোশাক পরা যায়। লিখেছেন মোহসীনা লাইজু গরমের সময় সুতির পোশাকের চাহিদা থাকে সব থেকে বেশি। ক্যাজুয়াল কিংবা ফরমাল দুই ধরনের পোশাকের ক্ষেত্রে সুতিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ সবার দরকার আরাম ও স্বস্তি। প্রচন্ড গরমে সুতি কাপড়ের পোশাক দেহে ও মনে স্বস্তি এনে দেয়। সুতির কাপড় আরামদায়ক, পাতলা তাই সহজেই বাতাস ঢুকতে পারে আর ঘেমে ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়।
গরমে কেন সুতি : সুতির পোশাক আরামদায়ক, তেমনি সহজলভ্য। বাজেট অনুযায়ী সুতি কাপড়ের পোশাক কেনা যায়। গরমে সুতি কাপড়ের পোশাক পরলে শরীরে ঘাম কম হবে। সুতি কাপড়ের পোশাক পাতলা হওয়ায় সহজেই বাতাস চলাচল করতে পারে। ফলে ঘাম হলেও খুব দ্রুত শুকিয়ে যায়। শরীর সতেজ রাখে। ঘামাচি, র্যাশ, শরীরের জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়া যায়। তেমনি সাদা পোশাকে মানুষের শুদ্ধ, পরিচ্ছন্ন ও সতেজতা ফুটে ওঠে। গরমের সময় সাদা রঙের পোশাক পরতে পারেন। সাদা রঙ চোখকে আরাম দেয়, মনে প্রশান্তি জাগায়। সূর্যের তাপ থেকে সুরক্ষা দেয়। সাদারও অনেক শেড আছে। শুভ্র সাদা, চাপা সাদা, ধূসর সাদা, ঘিয়ে সাদাসহ বেশ কিছু রঙে সাদাকে ভিন্ন ভিন্নরূপে পাওয়া যায়। সাদা এমন রঙ, যা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষকে সমানভাবে মানিয়ে যায়। মানিয়ে যায় সব ধরনের গায়ের রঙেও। উৎসব, উপলক্ষ, বয়স আর গায়ের রঙভেদে শুধু পোশাকের কাটিং-প্যাটার্ন বদলে নিতে হয়। সাদা শাড়িতে ভিন্ন রঙা ব্লাউজ বা কামিজের সঙ্গে বিপরীত কোনো গাঢ় রঙের সালোয়ার বা প্যান্ট ও ওড়না দিয়ে ভিন্ন রকম লুক তৈরি করা সম্ভব। মনে রাখবেন সাদা রঙের পোশাক যে শুধু বয়স্করা পরবেন, এই ধারণা বাতিল হয়েছে বহু আগে।
সাদা পোশাকের সঙ্গে ম্যাচিংয়ের বিড়ম্বনায় পড়তে হয় না। ফ্যাশন হাউজ সাদাকালো কাজ করে শুধু দুটি রঙ, সাদা ও কালো নিয়ে। সাদাকালোর ডিজাইনার তাহসীনা শাহীন জানালেন, ‘সাদায় সাদা থিমে গরমের সংগ্রহ সাজিয়েছে সাদাকালো। সাদা ফেব্রিকসে সাদা নকশায় শুভ্রতার যুগলবন্দি করার চেষ্টা করেছি। এ ছাড়া সাদা সুতি ফেব্রিকসের ওপরে অফহোয়াইট, অ্যাশ-এর সুতার কাজ ও স্ক্রিন প্রিন্টের নকশার কামিজ, কুর্তা, শার্ট, ফতুয়া ও শাড়ি নিয়ে এসেছি।’
গরমে সুতি সাদা কাপড়ের চেয়ে আরামের আর কিছু নেই। এ প্রসঙ্গে রঙ বাংলাদেশ-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস বলেন, সুতি সাদাকে প্রাধান্য দিয়েই পোশাক ডিজাইন করেছি। এমনকি দাওয়াত উপযোগী গর্জিয়াস সাদা পোশাকও রয়েছে। সুতি ফেব্রিকসের বুননেও আছে বৈচিত্র্য। রেগুলার কালেকশন থেকে এক্সক্লুসিভ কালেকশন আলাদা করা হয়েছে ডিজাইন ও নকশা দিয়ে। মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তার সঙ্গে ডিজাইন মিলিয়ে থাকছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও ফতুয়া। গরমে পাতলা বুননের সাদা ও অফহোয়াইট খাদি কাপড়ের পোশাকও পাবেন।
অম্বরের ডিজাইনার শ্রাবণী রায় জানান, গ্রীষ্মের তাপপ্রবাহে সুতি কাপড় পরে এ সময় কাজ করেও শান্তি পাওয়া যায়। নরম ত্বকে সুতি কাপড়ের পোশাক আরামদায়ক ভাব এনে দেয়। তা ছাড়া সুতি কাপড় ধোয়ায় বেশি কষ্টও হয় না। এখন শাড়ি, পাঞ্জাবি, শার্ট, স্কার্ট, টপস, কাফতান, কুর্তি, প্যান্ট, ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্টসহ সব ধরনের পোশাকই সুতি কাপড়ে তৈরি হচ্ছে। ফলে ফরমাল ও ক্যাজুয়াল দুভাবেই সুতি কাপড়ের পোশাক বেছে নেওয়া সম্ভব। গরমে আরামের জন্য মেয়েদের পোশাকের গলা বড় রাখা হয়েছে, লুজ ফিটিং প্রাধান্য দেওয়া হয়। এ ছাড়া হাফ সিøভ ও ফুল সিøভ দুধরনের পোশাকই আছে। দেশীয় ফ্যাশন হাউজ আড়ং, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বিশ্বরঙ, গ্রামীণ ইউনিক্লো, ইয়লো, এক্সট্যাসি, ফ্রিল্যান্ড, ইনফিনিটিতে সাদার সব ধরনের পোশাক পাবেন। আর নন-ব্যান্ডের সাদা পোশাক কিনতে আপনি যেতে পারেন বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, গাউছিয়া ও নিউ মার্কেটে থাকা পোশাকের দোকানগুলোতে।
সাদা পোশাকের সাজ : গরমের সময়টাতে সাদা রঙের পোশাক পছন্দের তালিকার শীর্ষে রাখা উচিত।
সাদা পোশাকের সঙ্গে কেমন সাজগোজ মানিয়ে যায় এ প্রসঙ্গে রূপবিশেষজ্ঞ শোভন সাহা বললেন, ‘সাদা পোশাক বা শাড়ির সঙ্গে পাশ্চাত্য বা দেশীয় দুটো লুকই চলে। দিনের বেলা প্রচন্ড গরমের কারণে ক্যাজুয়াল সাজে সানস্ক্রিন আর কমপ্যাক্ট পাউডারে বেজ যথেষ্ট। ছিমছাম লুকে নো মেকআপ লুক থাকতে পারে।
গায়ের রঙ ঘেঁষা শ্যাডো, ব্লাশন আর লিপস্টিক ভালো মানাবে। দাওয়াত বা রাতের সাজে মেকআপে একটু রঙের খেলা থাকতে পারে। চোখ বা ঠোঁট যেকোনো অংশ গাঢ় রঙে সাজাতে পারেন। চোখে স্মোকি আই চাইলে ঠোঁটে ন্যুড রঙ রাখুন। কিংবা ঠোঁটে একটু ডার্ক টোন চাইলে চোখে সোনালি বা কপার শ্যাডো রাখুন। গরমে বাঁধা চুলের বিকল্প নেই। টুইস্ট করে পনিটেল করতে পারেন। কয়েক রকম বেণি করলেও ভালো দেখাবে। পার্টি বা দাওয়াতে চুল ছেড়ে রাখতে পারেন। সে ক্ষেত্রে কার্লি চুলের হেয়ার স্টাইল বেছে নিতে পারেন।
দেশীয় লুক চাইলে খোঁপা করে চুলে ফুল বা ফুলের মালা পরতে পারেন। সাদা পোশাকে মুক্তার গয়না যেমন মানায়, মেটাল বা রুপার গয়নাও সমান মানানসই। রঙিন কিছু চাইলে স্টোন, বিডস বা কাপড়ের রঙিন গয়না বেছে নিতে পারেন।
যত্নআত্তি : বাইরে থেকে বাড়ি ফিরেই সাদা পোশাক বাতাসে মেলে দিতে হবে। তারপর হ্যাঙ্গারে ঝুলিয়ে সংরক্ষণ করুন। ঘামে ভেজা সাদা পোশাক সুযোগ থাকলে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন। ঘামের দাগ বসে যাবে না। সুতির পোশাক ঘরে ধোয়া যেতে পারে।
সাদা কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখতে ধোয়ার পর আধা বালতি পানিতে এক কাপ ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ধোয়া কাপড় ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর কড়া রোদে শুকান অনেক দিন ঝকঝকে উজ্জ্বল থাকবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT