• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রকাশ হওয়ার অপেক্ষায় শাখাওয়াৎ নয়নের ‘বোহেমিয়ান’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২২, ২০২১, ০১:১০ পিএম
প্রকাশ হওয়ার অপেক্ষায় শাখাওয়াৎ নয়নের ‘বোহেমিয়ান’

ছবি : প্রচ্ছদ ‘বোহেমিয়ান’ ও কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়ন

ঢাকা : ‘অমর একুশে বইমেলা- ২০২২’এ ‘ঘাসফুল’ থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়নের উপন্যাস ‘বোহেমিয়ান’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মাহবুবল হক।

বোহেমিয়ান উপন্যাসের গল্পটি এগিয়েছে ধারাবাহিক ভাবে সম্পর্কযুক্ত কয়েকজন বন্ধুর বেদনাময় জীবনের গল্প নিয়ে। জীবনযাপনের পথে চলতে-ফিরতে কেউ সিডনি, প্যারিস, আমস্টারডাম, ঢাকা ও কলকাতায়; আবার কেউ রাশিয়ান রোলেটে বন্দী, গুলির মুখে মৃত্যুঘরের নামতা পড়ছে।

উপন্যাসের ফ্ল্যাপে তেমন চিত্রটি উঠে এসেছে। “আমরা যদি কয়েকটি মার্বেল একসাথে ছুড়ে দিই, সব মার্বেল কি একই গন্তব্যে পৌঁছায়? না। কেন পৌঁছায় না? কোন মার্বেলটি কতদূর যাবে, তা যেমন মার্বেল নিজে জানে না; আবার যে ছুড়ে দেয়, সে-ও জানে না। তাহলে কে জানে? মানুষের জীবনও কি এ রকম অনিশ্চয়তার আধার?

বোহেমিয়ান উপন্যাসের গল্পটি এগিয়েছে আখ্যান কয়েকজন বন্ধুর বেদনাবৃত জীবনের গল্প নিয়ে। জীবনপথের চলতে ফিরতে কেউ সিডনি, প্যারিস, আমস্টারডাম, ঢাকা ও কলকাতায়; আবার কেউ রাশিয়ান রোলেটে বন্দী, গুলির মুখে মৃত্যুঘরের নামতা পড়ছে।”

‘বোহেমিয়ান’ উপন্যাসটি প্রথম দিন থেকেই বইমেলাসহ একযোগে পাওয়া যাবে rokomari.com, shakhawatnayon.com, Porosh Sydney, বাতিঘর, পাঠক সমাবেশ এবং উজান বইয়ের দোকানে । এছাড়াও ২০ ফেব্রুয়ারি ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিতে এশফিল্ড বইমেলা, প্রশান্তিকা বই ঘর এ বইটি পাওয়া যাবে।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!