ঢাকা: শুরু থেকেই মুখর বইমেলা। সাপ্তাহিক ছুটি থাকায় বই মেলায় ভিড় করছেন দর্শকরা। তবে বিক্রেতারা বলছেন, দর্শকদের ভিড় থাকলেও সে অনুযায়ী বাড়েনি বইয়ের বিক্রি। সামনের দিনগুলোতে বিক্রি বাড়তে পারে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয় দিনেও পাঠক-দর্শনার্থীতে মুখরিত বইমেলা। শিশুপ্রহর ঘিরে মেলায় দিনভর কচিকাঁচাদের ভিড়। দুপুর গড়িয়ে বিকেল হতেই ছুটির দিনে এসেছেন সব বয়সী মানুষ। সবমিলিয়ে বইমেলায় বেশ ভিড়।
পাঠক-দর্শনার্থীদের এমন আনাগোনার সঙ্গে বিক্রির কোনো মিল নেই বলে জানিয়েছেন প্রকাশক ও বিক্রেতারা। প্রিয়মুখ প্রকাশনীর ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন জানালেন, ‘এবার শুরু থেকে মেলায় মানুষ আসছে, ভালোই লাগছে। তারা বই খুলছেন, দেখছেন, চলে যাচ্ছেন। ভিড় থাকলেও বিক্রি সেই রকম বিক্রি নেই।’
শুরু থেকেই মেলায় ভিড় দেখে বেশ আশাবাদী উৎস প্রকাশনের স্বত্বাধিকারী মুস্তফা সেলিম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার মেলা শুরু হলো। এরপর শুক্র ও শনিবার। এ দুদিন অনেক শিশু মেলায় আসছে। ওরা গল্পের বই, কমিকস, রূপকথা এগুলো কিনছে। মেলায় শিশুদের উপস্থিতি আশা জাগাচ্ছে, ওরা বইমুখী হচ্ছে।’
শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বর ঘুরে দেখা যায়, লেখক-পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বইমেলা। স্টলে স্টলে ভিড়। ঘুরে ঘুরে বই দেখছেন পাঠকরা। কেউ বই কিনছেন, কেউ ছবি তুলছেন। অনেকে আবার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলাম। তিনি বলেন, কিছু বই আজকে পছন্দ হয়েছে। সেগুলো কেনা হয়নি। এগুলো লিস্ট করে রাখছি। ধীরে ধীরে কিনবো।
মুহিব নামে এক দর্শনার্থী বলেন, ‘আমি আজই প্রথম এসেছি। শুক্রবার ছুটির দিনে আসতে চেয়েছিলাম, মেট্রোরেল বন্ধ থাকায় আসা হয়নি। এসে দেখছি শুরু থেকেই এবার মেলায় অনেক ভিড়।
এদিকে, পাঠকরা পছন্দের লেখক ঠিক করে এসে বই খুঁজছেন বলে জানিয়েছেন অনেক প্রকাশক ও বিক্রয়কর্মী। পছন্দের লেখকের বই যেখানে আছে, সেখানে ভিড় জমাচ্ছেন তারা।
এআর
আপনার মতামত লিখুন :