Menu
ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ধ্রুব এষকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ধ্রুব এষ প্রচ্ছদশিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি লেখালেখিও করেন। এরই মধ্যে তিনি প্রায় ৩ হাজার ৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। ১৯৯০ সালের পর তিনি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT