ঢাকা: কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের ৭০তম জন্মদিন আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)। ১৯৫৫ সালের এই দিনে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এলাহিনগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ প্রায় পাঁচ দশক ধরে সাংবাদিকতায় যুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৭৬ সালে তৎকালীন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন হাসান হাফিজ। পরে পর্যায়ক্রমে দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, দৈনিক আমার দেশ, পাক্ষিক অনন্যা, হ্যাপিনেস টিভি ও কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক খবরের কাগজে কাজ করেছেন।
তিনি জাতিসংঘ স্বীকৃত সংগঠন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক।
দেশের একজন প্রথিতযশা কবি হিসেবে সুখ্যাতি রয়েছে হাসান হাফিজের।
মৌলিক ও সম্পাদিত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হিন্দি, আরবি, উর্দু, ফারসি ও চাকমা ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে।
আইএ
আপনার মতামত লিখুন :